মেহেরপুর জেলা গরমের সময় যেমন গরম ঠিক শীতের সময় ততটাই শীত পড়ে । এই শীতে অনেক অসহায় মানুষ খুব কষ্টে দিন যাপন করে । লজ্জায় সাহায্যের কথা আমাদেরকে বলতেও পারে না আবার সব কষ্ট সহ্য করে যাবে। ঠিক তেমনি আমরাও অনেকেই আমাদের অপ্রয়োজনী পোশাক ফেলে দিয় যা কোন অসহায় মানুষকে দিলে তার অনেক উপকার হতো। আমাদের মাঝে এই দেওয়া নেওয়ার প্রচলন থেকেই আমরা হয়ে উঠতে পারব প্রকৃত পক্ষে একজন সহযোগী মানুষ ।

আর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) হলো আমাদের মাঝে সুন্দর সর্ম্পক তৈরি করার এক অনন্য প্রতিষ্ঠান । পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর উদ্দ্যেগে মেহেরপুর জেলায় মোট ১৮ টি মানবতার দেওয়াল বসানো হবে । ১ম দিন ৪ টি ভিন্ন ভিন্ন স্থানে যথাক্রমে, আনন্দবাস ৭ নং ওয়ার্ড, কাজিপুর ৯ নং ওয়ার্ড ভবানীপুর গ্রাম, কাজিপুর ১ নং ওয়ার্ড ও কাজিপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড বেদবাড়িয়া গ্রামে মানবতার দেওয়াল স্থাপন করা হয় । মানবতার দেওয়াল স্থাপনের সময় উক্ত গ্রামের যুব ও প্রবীণ ক্লাবের সদস্যগন।