
অদ্য-২৫/১১/২০২৫ ইং তারিখে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় ‘সামাজিক স্বেচ্ছাসেবা,নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন ‘ প্রশিক্ষণের ৩য় ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন জনাব মোঃ রকিব উদ্দিন (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) ও মুফতি মোঃ আল আমিন, প্রধান শিক্ষক আনন্দবাস মারকামুল উলুম মাদরাসা, ইমাম তারানগর দক্ষিন পাড়া জামে মসজিদ, প্রশিক্ষণের ৩য় দিনে উপস্থিত ছিলেন জনাব পলাশ মন্ডল (মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার) জনাব মাহামুদুল হাসান (উপজেলা সমাজ সেবা অফিসার) যুবদের দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আলম,(পরিচালক কর্মসূচি) পিএসকেএস, মোঃ সাইফুল ইসলাম (আঞ্চলিক ব্যবস্থাপক) মেহেরপুর এরিয়া ও মোঃ হাসানুজ্জামান (উপজেলা কর্মসৃচি সমন্বয়কারী) মোছাঃইয়াসতুরা সুলতানা (স্বাস্থ্য কর্মকর্তা)
বাস্তবায়নেঃপলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি, গাংনী, মেহেরপুর।




