পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) দীর্ঘদিন ধরে একসাথে কাজ করে চলেছে। একসাথে চলার পথ আরো সহজ এবং কিভাবে প্রতিষ্ঠানকে উন্নতির চরম শিখরে নেওয়া যায় এরই ধারাবাহিকতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর প্রতিনিধি জনাব মোঃ আকরাম হোসেন (উপ-ব্যবস্থাপক) তিনি পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর মাঠ পর্যায় থেকে শুরু করে সকল কিছু র্পরিদর্শন করেন এবং র্পরিদর্শন পরবর্তী সমন্বয় সভা আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মুহঃ মোশাররফ হোসেন, উপ- নির্বাহী পরিচালক জনাব মোহাঃ কামরুজ্জামান, পরিচালক জনাব মোঃ কামরুল আলম, উপ-পরিচালক (অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান, উপ-পরিচালক (অডিট) জনাব মোঃ রাকিবুল ইসলাম, ঋণ কার্যক্রমের সকল সহকারী পরিচালক, আঞ্চলিক ব্যবস্থাপক ও সকল শাখা ব্যবস্থাপকগন।

উক্ত আলোচনায় পরিচয় পর্ব থেকে শুরু করে প্রতিটি শাখা ব্যবস্থাপকগন তাদের শাখার সমসাময়িক বিষয় তুলে ধরেন এবং কাজের অগ্রগতি বৃদ্ধিতে পরামর্শ প্রদান করেন। উক্ত সভায় সভাপত্বি করেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি এর সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মুহঃ মোশাররফ হোসেন।