অদ্য ০৭/১০/২৫ তারিখ মঙ্গলবার সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস)-এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়।

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়ব, স্বযত্নে তোমায় রাখব আগলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাধীণ মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্‌যাপিত হয়।

দিবসটি উৎযাপন উপলক্ষে বাগোয়ান ইউনিয়নের প্রায় শতাধিক প্রবীণ নারী ও পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা শেষে ৫ জন প্রবীণ নারী ও ৫ জন প্রবীণ পুরুষকে তাদের চলাফেরার সুবিধার্থে লাঠি প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো. আলতাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সোহরাব হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পিএসকেএস এর উপ-নির্বাহী পরিচালক জনাব মোহাঃ কামরুজ্জামান, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. হাসানুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।