
আজ ২৬/১০/২০২৫ ইং, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বৈকালীন চামেলী শিক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয় ও অভিভাবক সভায় অংশ গ্রহণ করা হয়, শিক্ষা কেন্দ্র গুলোতে চলছে প্রাণবন্ত শিক্ষা কার্যক্রম।
এখানে শিশুদের-
শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পাচ্ছে নৈতিক ও চারিত্রিক শিক্ষা
বিকাশ করছে সৃজনশীলতা ও কল্পনাশক্তি
উপভোগ করছে আনন্দঘন ও খেলাধুলামুখর শিক্ষার পরিবেশ
শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা,
অভিভাবকদের নিবিড় সহযোগিতা এবং পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নিয়মিত তত্ত্বাবধানে গড়ে উঠছে জ্ঞানভিত্তিক, নৈতিক ও সচেতন প্রজন্ম।
লক্ষ্য: শিক্ষা, নৈতিকতা ও প্রযুক্তির সমন্বয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠন।




