অদ্য-২৩/১১/২০২৫ ইং তারিখে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় ‘সামাজিক স্বেচ্ছাসেবা,নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন ‘ প্রশিক্ষণের ১ম ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন জনাব মোঃ রকিব উদ্দিন (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) ও আশরাফুল ইসলাম বিন রেজাউল হক (সহযোগী গবেষক) মাকতাবাতুস সুন্নাহ রাজশাহী, (অধ্যক্ষ) মুজিবনগর সালাফী একাডেমী, আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আলম,পরিচালক (পিএসকেএস) ও মোঃ হাসানুজ্জামান, উপজেলা কর্মসৃচি সমন্বয়কারী, মোছাঃ ইয়াসতুরা সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা ।
বাস্তবায়নেঃ পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস), গাংনী, মেহেরপুর।