
পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আনন্দের সাথে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়।
বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের জন্য প্রতি বছর ১৫ অক্টোবর তারিখে বিশ্ব ব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।




সঠিকভাবে হাত ধোয়ার ৬টি ধাপ:
বিশ্ব হাত ধোয়া দিবসে শুধু হাত ধোয়া নয়, সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার ওপর জোর দেওয়া হয়:
১. পরিষ্কার পানি দিয়ে হাত ভেজানো এবং সাবান নেওয়া।
২. দুই হাতের তালু ঘষা।
৩. আঙুলের ফাঁক ও হাতের পিঠ ভালোভাবে ঘষা।
৪. নখের ভেতর পরিষ্কার করা (এক হাতের নখ অন্য হাতের তালুতে ঘষে)।
৫. বৃদ্ধাঙুল ও কবজি ঘষা।
৬. পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটি পরিষ্কার তোয়ালে বা হ্যান্ড ড্রায়ার দিয়ে হাত শুকানো।
বিশ্ব হাত ধোয়া দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, একটি সহজ ও সাশ্রয়ী অভ্যাস—সাবান দিয়ে হাত ধোয়া—অনেক বড় বড় রোগ থেকে আমাদের এবং আমাদের পরিবারকে সুরক্ষা দিতে পারে। এটি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং জনস্বাস্থ্যের একটি মৌলিক ভিত্তি।


