PSKS NEWS PORTAL

পিএসকেএস-এর মৎস্য ইউনিটের আওতায় মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) কর্তৃক সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্যখাত এর আওতায় উচ্চমূল্যের চিতল-কার্প মাছের মিশ্র চাষ প্রদর্শনীর জন্য আড়পাড়া, তেরাইল, ষোলোটাকাসহ অন্যান্য গ্রামের উপকারভোগীদের মাঝে চিতল মাছের পোনাসহ মাছ চাষ সহায়ক ঝাঁকি জাল, রাসায়নিক সার, জিও লাইট, সবজি বীজ, পেঁপে, বেগুণ, টমেটো, ঝালের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এ সময় গাংনী উপজেলার মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান ও সংস্থার কর্মকর্তাসহ চাষীবৃন্দ উপস্থিত ছিলেন। উপকারভোগীদের উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ের অনাবাদি জমিতে সবজি চাষের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। উক্ত কার্যক্রমে আর্থিকভাবে সহায়তা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

PSKS NEWS PORTAL

Copyright © 2023 Palashipara Samaj Kallayan Samity (PSKS)