পিএসকেএস-এর মৎস্য ইউনিটের আওতায় মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ
অদ্য ২৪/০৫/২৩ ইং তারিখে পিকেএসএফ-এর অর্থায়নে পিএসকেএস কর্তৃক সমন্বিত কৃষি ইউনিটভূক্ত মৎস্য উন্নয়ন কর্মসূচির আওতায় ঋণ কর্মসূচির বাছাইকৃত ০৫ জন সদস্যর মাঝে ‘‘পুষ্টি সংবেদনশীল মলা মাছের ব্রুড ব্যাংক’’ বিষয়ক প্রদর্শনী বাস্তবায়ন উপলক্ষ্যে মলা মাছ বিতরণ করা হয় ।