পিএসকেএস কর্তৃক সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রাণীসম্পদ খাতের আওতায় দুই দিন ব্যাপী (২১/০৫/২০২৩ থেকে ২২/০৫/২০২৩ ইং) বিশেষ আবাসন নিশ্চত করে দেশী মুরগী পালন শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, মেহেরপুর; উপজেলা ভেটেরিনারি সার্জন, গাংনী মেহেরপুর; ও পিএসকেএস এর প্রাণীসম্পদ কর্মকর্তা। এ সময় সদস্যদের দেশী মুরগী পালনের সুফল ও এর উপকারিতা, এর বিভিন্ন সংক্রামক রোগ ও তার প্রতিকার, বাসস্থান ব্যাবস্থাপনা, ভ্যাকসিনেশন শিডিউল ও ভ্যাকসিন প্রয়োগের কৌসল, খাবার ব্যাবস্থপনা, দেশী মুরগী মাংসের পুষ্টি গুণ ও বাজার চাহিদা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়।