PSKS NEWS PORTAL

পিএসকেএস কতৃক “জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৩” উদযাপন

‘নিরাপদ খাদ্য, সমৃদ্ধ জাতি, স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো সরকারের সাথে সমন্বয় করে আজ বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি 2023 পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর অর্থায়নে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) কর্তৃক সংস্থার খামার ও প্রশিক্ষণ কেন্দ্রে পালিত হয় “জাতীয় নিরাপদ খাদ্য দিবস”।

প্রতি বছরের ২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবসটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর অর্থায়নে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) পালন করে থাকে। সব শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে বাংলাদেশ সরকার কতৃক আজকের দিনটিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়।

জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে- মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) সর্বসাধারণকে জানানো এবং নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের প্রধান লক্ষ্য। দিবসটি উপলক্ষে আজ বেলা ১১টায় পিএসকেএস খামার ও প্রশিক্ষণ কেন্দ্রে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও আশেপাশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে এই দিবস উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় । র‌্যালি ও আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরুস্কার প্রদান করা হয় । উক্ত আলোচনা সভায় পিএসকেএস-এর ঋণ কর্মসূচির উপ-পরিচালক জনাব মোঃ কামরুল আলম- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ আব্দুর রউফ । এ্রছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ খাদ্য পরিদর্শক মোঃ ফাহিম ফয়সাল এবং ইবাদত খানা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লাল্টু ইসলাম । আরো উপস্থিত ছিলেন পিএসকেএস-এর সমন্বিত কৃষি উন্নয়ন কর্মসূচির সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ।

Copyright © 2023 Palashipara Samaj Kallayan Samity (PSKS)