অদ্য 30/01/23 ইং তারিখে পিকেএসএফ-এর অর্থায়নে পিএসকেএস কর্তৃক সমন্বিত কৃষি ইউনিটভূক্ত প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচির আওতায় পিএসকেএস-এর পরিচালক (কর্মসূচি) মহোদয়ের উপস্থিতে ঋণ কর্মসূচির বাছাইকৃত ০৩ জন সদস্যর মাঝে ‘‘মাংসের জন্য ব্রইলার টাইপ পেকিং জাতের হাঁস পালন’’ বিষয়ক প্রদর্শনী বাস্তবায়ন উপলক্ষ্যে পেকিং জাতের হাঁসের বাচ্চা (জন প্রতি ৩৭ পিচ), খাবার (জন প্রতি ৩৩ কেজি) ও হাঁসের ঘরের মাচা ও বাফার এলাকা তৈরী বাবদ নগদ অর্থ (জন প্রতি ১,৫০০ টাকা) এবং ০২ জন সদস্যর মাঝে ‘‘নিবিড় পদ্ধতিতে মাচায় খাসি মোটাতাজাকরণ’’ বিষয়ক প্রদর্শনী বাস্তবায়ন উপলক্ষ্যে খাসি মোটাতাজাকরণের জন্য পিলেট ফিড (জন প্রতি ৬০ কেজি), ভিটামিন মিনারেল (জন প্রতি ১ পিচ), পাকচন ঘাসের কাটিং ও ছাগলের ঘরের মাচা তৈরী বাবদ নগদ অর্থ (জন প্রতি ১,৮০০ টাকা) প্রদান করা হয়। প্রদর্শনী বিতরণের পূর্বে পিএসকেএস-এর পরিচালক (কর্মসূচি) মহোদয় সদস্যদের সাথে প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্য এবং হাঁস ও ছাগল লালন পালন সংক্রান্ত বিষয় নিয়ে পরামর্শ বিস্তারিত আলোচনা করেন ।